ফলাফলে সেরা পাঁচে কওমি শিক্ষার্থী - qnewsbd

qnewsbd

গুজব নয়,পর্দার আড়াল থেকে সত্যকে বের করে আনে!

Gallery

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

ফলাফলে সেরা পাঁচে কওমি শিক্ষার্থী



গাজীপুরের সেরা পাঁচ পরীক্ষার্থীর মধ্যে অন্যতম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদিস পড়ুয়া ছাত্র হাফেজ শাকির।
আমাদের হাটহাজারী প্রতিনিধি নায়ীম তার সাথে সরাসরিভাব কথা আমাদের জানিয়েছেন তার সম্পর্কে!
প্রতিনিধি: আস সালামআলায়কুম,কেমন আছেন?
শাকীর : ওয়ালাইকুমুস সালাম,আলহামদুলিল্লাহ্‌ ভালো।
প্রতিনিধি: আজ তো পরীক্ষার ফলাফল বের হয়েছে,কেমন হয়েছে আপনার ফলাফল?
শাকীর: আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে,কিছুক্ষণ আগে আমাদের মাদরাসার প্রিন্সিপাল সাহেব জানিয়েছে,গাজীপুরের সেরা পাঁচ শিক্ষার্থীর মধ্য আমি তৃতীয়!
শাকীর: আপনি কোন মাদরাসা থেকে পরীক্ষা দিয়েছেন, আশরাফুল উলুম আলিম মাদরাসা, লতীফপুর কাপাসিয়া, গাজীপুর।
প্রতিনিধি: এখন কেমন চলছে পড়া লেখা, সামনে তো মনে হয় বেফাক পরীক্ষা??
শাকীর: জী মোটামুটি ভালোই চলছে পড়া লেখা!
প্রতিনিধি: এ পরীক্ষাও দাখিল পরীক্ষার ফলাফল আশা করেন??
শাকীর: মুলত আমার জীবন অধিকাং সময় পার হয়েছে কওমী মাদরাসায়, আর এটা হলো কওমীর শেষ পরীক্ষা, সুতরাং এই পরীক্ষার ঐ পরীক্ষা থেকেও ভালো আশা করি!
প্রতিনিধি: আচ্ছা এখন উঠি পরে আবার এক সময় আপনার সাক্ষাত করবো! খোদা হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here