চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল নায়িকা অপু বিশ্বাসের বিয়ে হয়েছে। তাদের এক পুত্রসন্তানও আছে। নাম আব্রাহাম খান জয়। শাকিব খানের চাপেই এতোদিন বিয়ের খবর গোপন করেছিলেন অপু।
সোমবার বিকালে আকস্মিকভাবেই এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে (লাইভ) এসে এ দাবি করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
অপুর লাইভ শেষে মুঠোফোনে শাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে অপুকে বিয়ে ও তার সন্তানের কথা স্বীকার করে তিনি বলেন, ‘বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি। আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর উপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরইওকে নিয়ে সবার সামনে আসবো আমি।’
তিনি আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’ সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড কিং শাকিব খান।
এদিকে অপু বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনায় মানসিকভাবে ভেঙে পড়েন শাকিব। পরে স্ত্রী অপুর ওপর বেজায় ক্ষুব্ধ হন ঢাকাই চলচ্চিত্রের এ নায়ক। আর দিনভর তিনি বিভিন্ন গণমাধ্যমে দিয়েছেন নানা রকম তথ্য।
এরপরেই এক গণমাধ্যমকে স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে শাকিব বলেন, ‘আমি আমার সন্তান আব্রাহাম খান জয়ের দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু অপুর দায়িত্ব নেব না। সে আমার কথা না শুনে অন্যের প্ররোচনায় আমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করল।’
শাকিবের দাবি, এটি তাঁর ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত। বিয়ের কথা এত দিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি। এখন সে (অপু বিশ্বাস) এনেছে। তাঁর সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে টাকা দিয়েছি।’
শাকিব খান বলেন, ‘আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান। সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব।’
এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেও তার কিছুক্ষণ পরেই ফের শাকিব বলেন ভিন্ন কথা।
শাকিব খান বলেন, অপুর কোলে দেখতে পাওয়া আব্রাহাম খান জয় তারই পুত্র। তবে অপুকে তিনি বিয়ে করেননি। ঘনিষ্ঠ মুহূর্তে অসাবধানতার খেসারত এই সন্তান। তার এই মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে সোমবার রাতে শাকিব একাধিক গণমাধ্যমকে জানিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে বিয়ে-সন্তানসহ নানা বিষয়ে কথা বলবেন তিনি। এজন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন। সেখানেই তিনি নিজের অবস্থান তুলে ধরবেন।
আজ সাংবাদিকরা যখন সংবাদ সম্মেলন কাভার করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় ভিন্ন কথা বলেন শাকিব। আজ সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে শাকিব বলেন, ‘কিসের সংবাদ সম্মেলন? আমি কখন বললাম সংবাদ সম্মেলন করব?’
শাকিব বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইমেজ নষ্ট করার জন্য এই গুজব ছড়িয়েছে। তিনি সংবাদ সম্মেলন ডাকেননি।
ঢাকাইয়া ছবির কিং শাকিব খানের এমন কখনো হ্যাঁ আবার কখনো না নিয়ে বিব্রত সংবাদকর্মীসহ চলচ্চিত্রপ্রেমীরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন