অস্থির ফেসবুক প্রজন্মের একটা মজার উদহারন দেই! - হাসিব আর রহমান - qnewsbd

qnewsbd

গুজব নয়,পর্দার আড়াল থেকে সত্যকে বের করে আনে!

Gallery

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

অস্থির ফেসবুক প্রজন্মের একটা মজার উদহারন দেই! - হাসিব আর রহমান


-----
কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তূজা টি-টোয়েন্টি থেকে সম্ভবত অবসর নিয়েছেন.. অবসরের পর এদেশের তরুণ প্রজন্ম হুমড়ি খেয়ে পড়েছে মাশরাফির উপর.. যে কোনভাবেই হোক তাকে ফিরিয়ে আনতে হবে এবং সেজন্য একদল ছেলে মেয়েরা যে কোন ধরনের ত্যাগ স্বিকার করার জন্য প্রস্তুত হয়ে গেছে..!!
.
মিছিল, মানববন্ধন, কান্নাকাটি সবই হয়েছে এটা নিয়ে.. সবার দাবি একটাই মাশরাফি তুমি ফিরে আসো.. এরমধ্যে আবার প্রধানমন্ত্রীর ফোন ব্যাপারটাকে আরো হালে পানি দিয়েছে..
.
সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, একদল কাফনের কাপড় পড়ে বিসিবি কার্যালয়ে যাবার প্রস্তুতি নিয়েছে মিছিল সহকারে। অর্থাৎ! এর দ্বারা বুঝায় মাশরাফিকে ফিরিয়ে না আনলে তারা মরে যাবে বা আত্মহত্যা করবে এবং কাফনের কাপড় যেহেতু সাথেই আছে এগুলো পেচিয়ে তাদের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করে দেয়া হবে!
----
এগুলো কোনকিছুই তেমনার্থে ফেসবুক প্রজন্মের মাতলামো প্রমান করে না! ফেসবুক প্রজন্মের মাতলামো দেখতে নিচের লেখাটুকু পড়তে পারেন!
---
তো, এই অস্থিরতার সুযোগে ফেসবুকেও চলেছে বেশ হৈ চৈ আর কান্নাকাটি! অবশ্য আক্ষরিক অর্থে ফেসবুকেই বেশি হয়েছে হৈ চৈ টা! এমন সব বিশেষণে মাশরাফিকে উপস্থাপন করা হয়েছে ভাবতেই অবাক লেগেছে.. শেখ মুজিবের পর বাংলাদেশে এতসব বিশেষণ আর কেহ পেয়েছে বলে মনে হয় না :-P
.
সেই হৈ চৈ তে ঘি ঢেলে দিতে ফেসবুকের বেশ জনপ্রিয় একজন ট্রল লেখক কাউসার আলম ভাই ‘মাশরাফি'কে নিয়ে একটা কৌশলী ট্রল পোস্ট দিয়েছে যেখানে “মাশরাফির ব্যাপারে বেশ কিছু উক্তি” উল্যেখ করেছেন তিনি! যেই উক্তিগুলো আসলে কেহ করেইনি কোনদিন! সবচেয়ে মজা লেগেছে আমাদের তিস্তার পানি চুরি করা “মমতা বন্দ্যোপাধ্যায়”ও নাকি মাশরাফির ব্যাপারে জগতশ্রেষ্ট একটা মন্তব্য করেছে!!
.
প্রায় আট দশটা কাল্পনিক উক্তি দিয়ে পোস্টটা লিখে নিচে তিনি লিখে দিয়েছেন,
‘আপনি মাশরাফির ভক্ত হলে অবশ্যই শেয়ার করবেন' :-P
আর যায় কোথায়! দেদারসে শেয়ার আর কপি করে করে সেই লেখা পুরো ফেসবুকে ছড়িয়ে দিতে আমাদের ফেসবুক প্রজন্ম মোটেও কার্পণ্য করেনি!! তারা ভাবছে এগুলো মনে হয় সত্যিই! :-D
.
শুধু ফেসবুক পোস্টই নয়! কমবেশি দশ পনেরোটা নিউজ পোর্টাল চটকদার চটকদার শিরোনাম দিয়ে সেই পোস্ট নিউজ করে দিতেও কার্পণ্য করেনি। ইউটিউবেও সেই পোস্ট দিয়ে কমবেশি বিশ পঁচিশটা ভিডিও বানিয়ে ফেলেছে অনেকেই!
.
পুরো ব্যাপারটা দেখে হাসবো না কাঁদবো কিছুতেই বুঝতে পারতেছিলাম না.. এমন কেন হলো আমাদের প্রজন্ম ভাবতেই অসস্থি লাগতেছিলো খুব.. এমন বোকাও হতে হয় মানুষকে..!! আযিব।।
.
.
এই ফেসবুক প্রজন্ম নিয়েই দেখি একদলকে বেশ জনপ্রিয় জনপ্রিয় শ্লোগান তোলে.. আইডিতে একশ দুইশ কমেন্ট আর পাঁচশ হাজার লাইক নিয়ে সে কি অস্থিরতা! এক একজন নিজেকে লিজেন্ড ভাবতে শুরু করে এই প্রজন্মকে সাথে নিয়েই.. আমিন, সুবহানাল্লাহ আর “আমার আইডিতে রিপোর্ট হচ্ছে কমেন্ট করেন প্লিজ” লিখে লিখে কোন জ্ঞানের পরিধি যে এরা প্রকাশ করে ভেবেই পাই না..
.
আর যাই হোক, এই প্রজন্ম দিয়ে সুস্থ সুন্দর সমাজ আশা করা যায় না কোনমতেই.. এই প্রজন্ম কেবল ফেসবুকেই এসব হৈ চৈ আর বিরক্ত প্রকাশ করতে পারে.. এর বেশি কিছুই না।
.
বাই দ্যা ওয়ে: পোস্টটাকে কেহ পার্সোনালি নিয়েন না.. সামগ্রিক বিচারে দেখলেই খুশি হবো।

@Hasib R Rahman
www.facebook.com/lorakusoini

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here